ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী পুরুস্কার পেলেন প্রবাসী মুকুল

সিরাজগঞ্জে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী পুরুস্কার পেলেন প্রবাসী মুকুল

সিরাজগঞ্জে এবার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরনকারীর পুরুস্কার পেলেন মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন মুকুল। ‘প্রবাসীর অধিকার আমাদের অঙ্গিকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে তাকে এ রেমিটেন্স পুরুস্কার প্রদান করা হয়েছে।

সিরাজগঞ্জ অফিসার ক্লাবে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বুধবার প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এবং তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রোজিনা আক্তারের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার ফারুক হোসেন। এ অনুষ্ঠান শেষে সিরাজগঞ্জ জেলায় ২০২৪ সালে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরনকারী ব্যক্তি হিসেবে ওই মালয়েশিয়া প্রবাসীকে পুরস্কার প্রদান করা হয়। তিনি উপস্থিত না থাকায় তার ভাগিনা মনির হোসেন এ পুরস্কার গ্রহণ করেন।

সিরাজগঞ্জ,রেমিটেন্স
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত